গত ১১/০৫/২০২০ খ্রিঃ তারিখে সুমন(২৮) নামীয় এক ব্যক্তি পল্টন থানা এলাকা থেকে মোটর সাইকেল সহ নিখোঁজ হন। তার পরিবার অনেক খোঁজাখুজির পর না পেয়ে গত ২৩/০৫/২০২০ খ্রিঃ তারিখে পল্টন থানায় নিখোঁজ জিডি করেন।
ঘটনা পর্যালোচনায় দুই জন সন্দেহভাজন ব্যক্তিকে টার্গেট করি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও থানায় আনতে ব্যর্থ হই। পরবর্তীতে কয়েকদিনের অব্যাহত প্রচেষ্টায় টার্গেটকৃত ব্যক্তি শাহিন ও আসলাম- কে আমরা গত ০৮/০৬/২০২০ খ্রিঃ তারিখে ধৃত করতে সমর্থ হই।
তাদের দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চৌদ্দ হাজার টাকা এবং কবুতর ব্যবসায় অন্তঃকোন্দল এর জের ধরে গত ১১/০৫/২০২০ খ্রিঃ তারিখে অনুমান রাত ১০ঃ৩০ ঘটিকায় উক্ত আসলাম এবং শাহিন দুজনে মিলে সুমন(২৮)-কে হাতুরি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এবং লাশ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের বারগাও মৌজার নয়াগাঁও নামক বিলের ভিতর একটি গভীর ডোবার মধ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় এবং নিহত সুমনের মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জে আসলামের বোনের বাড়ীতে রেখে আসে।
পরবর্তীতে ডিসি মতিঝিল স্যারের এর নির্দেশনায় রাত আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে আমার নেতৃত্বে পল্টন থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ সেন্টু মিয়া এবং উক্ত জিডির I/O এসআই মোঃ কামাল হোসেন-সহ অফিসার ফোর্সদের একটি টিম গত ০৯/০৬/২০২০ খ্রিঃ তারিখে গভীর রাতে P.O তে গিয়ে আসামিদের বর্ণনা মোতাবেক নিহত সুমন(২৮) এর প্রায় অর্ধগলিত লাশ উদ্ধার করি। সকলের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ একটি মিসিং জিডি থেকে হত্যার রহস্য উৎঘাটন সম্ভবপর হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন।