বোরহান মেহেদিঃ নরসিংদীর পলাশে ১০০ জন মেধাবী স্কুল শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা বই তুলে দেন। পুর্বে তিনি অনুরূপ উপজেলার সানেরবাড়ী এলেকায় একটি শিক্ষার্থী অবিভাবক সমাবেশে যোগদেন।
এ অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী মুক্তার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা ইউসুফজী খাঁন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে এম ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধাসহ উপজেলার জনপ্রতিনিধিগণ।