সারাবিশ্বে ছড়িয়ে পড়া জীবন বিনাশী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব যৌনপল্লী আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সরকার। তবে নির্ধারিত সময়ে সরকারি সহায়তা পাবেন যৌনকর্মীরা।
ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রত্যেক যৌনকর্মীকে এইসময়ে তাদের জীবনধারণের জন্য ৩০ কেজি করে চাল ও নগদ ২ হাজার টাকা দেওয়া হবে।
ঢাকার বিভাগীয় কার্যালয় সূত্রে প্রকাশ, ঢাকা জেলার অন্তর্ভুক্ত মোট তিনটি যৌনপল্লী রয়েছে। সেখানে ২ হাজার ৮শ’ যৌনকর্মী রয়েছেন। তারা প্রত্যেকেই সরকারি সহায়তা পাবেন।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমান এর বরাতে সংবাদ মাধ্যমে প্রকাশ, দৌলতদিয়ায় যৌনপল্লীকে ঘিরে পাঁচটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। যৌনপল্লীর বাসিন্দারা জরুরি প্রয়োজনে পল্লীটির প্রধান গেট দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে তাকে ফিরতে হবে।যেহেতু এই যৌনপল্লীতে দিনে অনেক খদ্দের যাতায়াত করে, সেকারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। আর সেজন্যই লকডাউনের এই সিদ্ধান্ত।