রাজধানীতে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিটিটিসি বিভাগ

নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

ঢাকার সবুজবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেন করতো বলে প্রাথমিকভাবে তথ্য আছে।

তার আগে শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।