সাভার প্রতিনিধি:
দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। রাজধানীর সাভারে নতুন করে আরও দুই জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৬ জনে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেন।
ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, আক্রান্ত নতুন দুইজনেরর মধ্যে সাভার হেমায়েতপুরে শ্যামপুর একজন ও অপরজন ফুলবাড়িয়ার বাসিন্ধা। তারমধ্যে একজন পুরুষ ও একজন নারী। মুলত বিষয়টি আইডিসিআরের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আক্রান্ত দুইজন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করেছিলেন।
তিনি আরও জানান, মুলত আইডিসিআর তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বললেও তারা যোগাযোগ করেননি। ফলে জানার সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের মিরপুর লালকুঠির হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, করোনা আক্রান্তদের এলাকায় লকডাউন করা প্রক্রিয়া চলছে।