১ অক্টোবর থেকে রাজধানীর সকল ঝুলন্ত তার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, গুলশান থেকে ঝুলন্ত তার উচ্ছেদ অভিযান শুরু হবে। সার্ভিস প্রোভাইডাররা অতি মুনাফার জন্য এগুলো ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। এই শহরকে নোংরা করে।
প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে মেয়র আতিক বলেন, ঢাকার পার্ক, খেলার মাঠ উন্নয়নে আনিস ভাইয়ের একটি স্বপ্ন ছিল।
তার প্রতিটি স্বপ্নকে আমরা একে একে সফল করব। এই পার্কে ১৭শ’ গাছ আছে। কোন গাছ কাটা হয়নি।
১৫ সেপ্টেম্বর থেকে অনুমোদনহীন বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, যত ধরনের অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড আছে সেগুলো অপসারণ করা হবে।
আগামীকাল এবং পরশু দিনের মধ্যে অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদির অনুমোদন নিয়ে নিন। যারা অনুমোদন নেবেন তাদের সাইনবোর্ড, বিলবোর্ড ভাঙা হবে না। ১৫ তারিখ থেকে সকল বিলবোর্ড-সাইনবোর্ড, যতই ক্ষমতাবান হোন না কেন, মাসলম্যান হোন না কেন— ভেঙে দেওয়া হবে যদি অনুমোদন না নেন।