ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে রিফা খাতুন নামে এক নারী আত্নহত্যার করেছেন কিন্তু এর পূর্বে তিনি তার ছয় বছর বয়সী পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঝিনাইদহের মহেশপুরের বাকোশপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফা খাতুন একই গ্রামের মামুন হোসেন এর স্ত্রী।
এই ঘটনায় মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, শুক্রবার রাতে মামুন তার পুত্রকে নিয়ে বারান্দায় ঘুমাচ্ছিলেন কিন্তু দিবাগত রাত ৩টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে এসে দেখেন তার পুত্র বিছানায় নেই। পরে তিনি ঘরের জানালা দিয়ে তার স্ত্রীকে গলায় ফাঁসরত অবস্থায় দেখেন। পরে সকালে তিনি পুলিশের কাছে জানালে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে।
নিহতের স্বামী জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। তার পরিবার থেকেই তিনি এ কথা জানতে পারেন৷ এর আগেও মৃত রিফা খাতুন তার পুত্রকে হত্যাচেষ্টা করেছিল বলে তিনি জানান।
পুলিশের ওসি মোর্শেদ হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুত্রকে শ্বাসরোধ করে হত্যার পরে মাও আত্নহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মা ও শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।