রুবেল গাজীঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। ফেব্রুয়ারির ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশসহ সারা বিশ্বে প্রায় মাতৃভাষা দিবস পালন করছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশের ন্যায় মাগুরার শালিখা উপজেলার দুই নং তালখড়ি ইউনিয়ন এর ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে ভাষা শহীদদের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় মিছিল বের করা হয়। প্রভাত ফেরিতে ছাত্রছাত্রীরা খালি পায়ে মিছিল দেয়। মিছিলে ছাত্র-ছাত্রীদের সাথে যোগ দেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।
মিছিল শেষে ছাত্র-ছাত্রীরা ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প অর্পণ করে। পরে ভাষা আন্দোলনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি বাবু সুনীল কুমার আচার্য। বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।