বেগমগঞ্জ মডেল থানা পুলিশ একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে।
তাদের কয়েকজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার (১৯ অক্টোবর) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সন্ত্রাসী সম্রাট বাহিনীর অন্যতম সদস্য মধ্য একলাশপুর গ্রামের আহম্মদ মাস্টারের ছেলে নাসরোল্লাহ নেহাল (৩৩), সুমন বাহিনীর সদস্য একলাশপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একই এলাকার আলতাফ হোসেনের ছেলে মো জহির (১৭), কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য একলাশপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন সাব্বির (১৯), শহিদ উল্যার ছেলে তানজিদ মেহেরাজ (১৮), মোশাররফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯) ও কিশোর গ্যাং তুফান গ্রুপের সদস্য শাহ আলম মাস্টারের ছেলে জাবেদ (১৮)।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, তাদের মধ্যে সম্রাট বাহিনীর সদস্য নাসরোল্লাহ নেহালের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী ও কিশোর গ্যাং’সহ সব অপরাধীর বিরুদ্ধে জেলার প্রতিটি থানায় অভিযান চলছে।
অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।