নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ্ পুর বাজারে ছাত্রলীগের ওপর শিবিরের হা’মলার ঘটনা ঘটেছে। এ সময় একজন গু’লিবি’দ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আজ রোববার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, গু’লিবি’দ্ধ হাবিব, রনি, মনু, রায়হান, রাকিব। তার মধ্যে রাকিবের অবস্থা আ’শঙ্কাজনক।
আহতরা জানান, রাতে আমানউল্লাহপুর ইউনিয়নের নোয়াখালী-লক্ষীপুর সড়কের পলোয়ান বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গু’লি করে। আ’তঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা দিক-বিদিক ছুটাছুটি করে পালিয়ে যায়।
একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা নিজেদের র’ক্ষার্থে বা’ধা দিতে গেলে শিবিরের সঙ্গে সংঘ’র্ষে জড়িয়ে পড়ে। এসময় শিবিরের কয়েকজন দোকানে ডুকে কু’পিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে স্থানীয় জনগন একসাথ হয়ে ছাত্রলীগ ও স্থানীয়রা মিলে হা’মলাকারীদের ধা’ওয়া দেয়। এতে হা’মলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উ’দ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ থা’নার ও’সি হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘ’র্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানের সাথে সাম্প্রতিকের প্রতিনিধি কথা বললে তিনি জানান, শিবিরের রাজনীতি সর্বদা অ’স্ত্র ও স’ন্ত্রাসী নির্ভর। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি শিবিরের স’ন্ত্রাসীদের বি’রুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে ছাত্রলীগ।