করোনা রোগীদের খুঁজে খুঁজে গুলি করে মারতে চায় হুথি বিদ্রোহীরা ! এভাবেই তারা ইয়েমেনে করোনাভাইরাস (কোভিড-(১৯)) এর বিস্তার ঠেকাতে চায় বলে জানিয়েছে একাধিক সৌদি দৈনিক।
সম্প্রতি প্রকাশিত এরকম একটি ভিডিও বার্তায় ইরান সমর্থিত এই বিদ্রোহী সেনারা করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে নিজেদের এই নিষ্ঠুর পদক্ষেপের কথা নিজেরাই স্বীকার করেন। ভিডিও বার্তাটিতে এক হুথি সেনাকে বলতে দেখা যায় যে
“এই রোগের কোন চিকিৎসা নাই, ওষুধ নাই, তাই বুলেটই হতে পারে একমাত্র সমাধান। আমরা সকলকে রক্ষা করতে একজনকে হত্যা করবো”
আরেকজন সেনাকে দেখা যায় তার সাথে একমত হতে। সৌদি আরব নিশ্চিত করেছে যে ইয়েমেন করোনা মহামারীর জন্য বেশ ভাল ঝুঁকিতে আছে।
সৌদি সরকার ইতিমধ্যে জাতিসংঘের ইয়েমেন বিষয় ফান্ডে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দান করেছে। এবং এর সাথে আরো অতিরিক্ত ২৫ মিলিয়ন মার্কিন ডলার ইয়েমেন সরকারকে প্রদান করেছে আসন্ন কোভিড-১৯ মহামারীর সাথে লড়াই করতে।
এদিকে সৌদি আরবে করোনা দিন দিন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। সৌদি সরকার নির্দিষ্ট ময়ের জন্য কার্ফিউ চালু করেছিল। এখন সেই সময় পার হয়ে গেলেও কার্ফিউ অনির্দিষ্ট কালের জন্য চালু থাকছে। মক্কা, মদিনা, রিয়াদ সহ অনেক শহরে অত্যন্ত নিয়ন্ত্রিত ভাবে মানুষজন ও যানবাহন চলাচল করছে।