সাম্প্রতিক শিরোনাম

পরিবার,দেশকে বিপদে ফেলে দেয়া ব্যক্তিদের কাণ্ডজ্ঞান-ধর্মজ্ঞান দুটো নিয়েই প্রশ্ন

ইসলামী আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছে। করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই লাখো মানুষ জানাজায় অংশ নেন। 

উক্ত জানাজার মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড় পর্যন্ত অন্যদিকে আশুগঞ্জের কাছাকাছি গিয়ে ঠেকে লোকজন। এ ছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে উপস্থিত ‍কিছু পুলিশ ছিল একপ্রকার নীরব দর্শক। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এ প্রসঙ্গে বলেন, এটা থেকে বুঝা যায় যে আমাদের মাঝে সচেতনতার অভাব রয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ দিয়ে এমন পরিস্থিতি সামাল দেওয়া মোটেও সম্ভব না।

এই মানুষগুলোর নিজের জীবনের পরোয়া নেই। তা ঠিক কিন্তু এরা একটাবারও নিজেদের পরিবারের কথা ভাবলো না। ঘরে বসেও তারা মৃত মানুষটির জন্য দোয়া করতে পারতো। এটা তো কোনো সাহসিকতা বা ভালোবাসা নয়। এটা স্রেফ পরিবারের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘরে ফেরা। একজনের জানাজা পড়তে গিয়ে কতজনের জানাজার ব্যবস্থা হয়ে গেলো কে জানে। 

একজন মানুষ মারা যাবার পর তার শেষ সময়ে স্বজন, ভক্তের উপস্থিতি অবশ্যই কাংঙ্খিত ও সম্মানের বিষয়। কিন্তু হুজুরের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে নিজের বাবা-মা, সন্তান-স্ত্রীকে বিপদে ফেলে দিতে যাদের বিন্দুমাত্র বিবেকে বাঁধে না, তাদের কাণ্ডজ্ঞান ও ধর্মজ্ঞান দুইটা নিয়েই প্রশ্ন তোলা যায়।

সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু লাখে মানুষ সমাগমের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা থেকে লোকজন আসে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না। তবে বলার পর উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান বলে দাবি করেন ওসি। কিন্তু এই সামাজিক দূরত্ব কতটা কাজে আসবে? যেখানে ১ লক্ষ মানুষের উপস্থিতি সেখানে ৫ জনই যথেস্ট যারা পুরো দেশকে শেষ করে দিতে পারে

পবিত্র কোরয়ানের বানী উপেক্ষা করে তারা কেমন মুসলিম সাজার চেস্টা করছে? এটা স্রেফ ধর্মকে উপেক্ষা করা, দেশের ক্ষতি করা, দেশের মানুষের ক্ষতি করা ছাড়া কিছুই নয়!

‘যদি তোমরা শুনতে পাও যে, কোনো জনপদে প্লেগ বা অনুরূপ মহামারির প্রাদুর্ভাব ঘটেছে তবে তোমরা তথায় গমন করবে না। আর যদি তোমরা যে জনপদে অবস্থান করছ তথায় তার প্রাদুর্ভাব ঘটে তবে তোমরা সেখান থেকে বের হবে না। (বুখারী, আস-সহীহ ৫/২১৬৩; মুসলিম, আস-সহীহ ৪/১৭৩৮, ১৭৩৯)

‘নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না’ (সূরা: আল মায়িদাহ, আয়াত: ৮৭) 

লেখকঃ তানভীর হাসান, ব্লগার, কলামিস্ট।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...