‘এলাকায় ডাকাত পড়েছে!’- আতংকিত কণ্ঠে মসজিদের মাইকে ঘোষণা। এরপর ডাকাত প্রতিহতে প্রচুর লোকের সমাগম। কোথায়, কার বাড়িতে ডাকাত পড়েছে জানা নেই কারো। এমনই এক গুজবের সম্মুখীন টাঙ্গাইলবাসী।
ঘটনার সূত্রপাত টাঙ্গাইলের সখিপুর উপজেলার কোনো একটি গ্রাম। গতরাত ১১ টার দিকে (২৩ এপ্রিল) গ্রামের মসজিদের মাইকে ঘোষণা আসে এলাকায় ডাকাত পড়েছে।
এটা শুনে একের পর এক মসজিদের মাইকে ঘোষণা আসতে থাকে ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে বলে। খুব সহজে আর অতি অল্প সময়ে গুজবের বিস্তৃতি লাভ করতে থাকে।
ছড়াতে ছড়াতে টাঙ্গাইলের তিনটি উপজেলার ( সখিপুর, কালিহাতি, ঘাটাইল) প্রায় সকল গ্রামে তা ছড়িয়ে পড়ে। শত শত আতংকিত গ্রামবাসী বেড়িয়ে পড়ে লাঠিসোঁটা হাতে। ডাকাতি প্রতিহত করতে হবে যে! করোনাতে লোক সমাগম বন্ধ – তা ভাববার সময় কই?
RAB-12 এর নজরে আসে বিষয়টি। ০২ টি টহল টিম নিয়ে সঙ্গে সঙ্গে এলাকায় হাজির RAB-12, টাঙ্গাইলের দল। ততক্ষণে বেশিরভাগ লোক বাড়ি ফিরে গেছেন।
পুরো এলাকায় টহল দিতে থাকে RAB-12 এর টহল টিম। গোয়েন্দা নজরদারিও শুরু করা হয় RAB-12 এর পক্ষ থেকে।
ভোরে ফজরের নামাজের পর (২৪ এপ্রিল) স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সাথে মত বিনিময়ে বসে RAB-12 এর টহল টিম।
কারো কাছেই ডাকাতির কোনো তথ্য নেই। সবাই শুধু শুনেই এসেছিলেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ জানালেন, উনারাও পাশের মসজিদের ঘোষণা শুনে মাইকে ঘোষণা দিয়েছেন। সবাই স্বীকার করলেন, বিষয়টা আসলে গুজব ছিলো। পরে, RAB-12 এর পক্ষ থেকে সবাইকে সজাগ থাকতে বলা হয় এবং এ ধরনের গুজবকে প্রতিহত করার অনুরোধ জানানো হয় জনপ্রতিনিধিদের। সকল প্রকার সহায়তার আশ্বাসও দেয়া হয় RAB-12 এর পক্ষ থেকে।















