সিরাজুর রহমানঃ সমুদ্র পথে চীনের যে কোন সামরিক আগ্রাসন কার্যকরভাবে রুখে দিতে তাইওয়ান তার মিসাইল ওয়ার ক্যাপাবিলিটি বৃদ্ধি করে যাচ্ছে।
বিশেষ করে তাইওয়ান সাম্প্রতি সময়ে তার সমুদ্র সীমানার সুরক্ষায় হাসুং ফ্যাং-৩ এন্টি শীপ মিসাইল সার্ভিসে এনেছে। তাইওয়ানের নিজস্ব প্রযুক্তির তৈরি হাসুং ফ্যাং-৩ এন্টি শীপ মিসাইলটির সর্বোচ্চ পাল্লা ৩০০ কিলোমিটার বা ১৮৭.৫ মাইল। তবে এটিকে ১৫০ কিলোমিটারের মধ্যে অত্যন্ত কার্যকরভাবে টার্গেটে হীট করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।
এটি সর্বোচ্চ ৩.০০ ম্যাক সুপারসনিক গতিতে সমুদ্রে থেকে আগত যে কোন ধরণের যুদ্ধজাহাজকে হীট করতে সক্ষম। তাছাড়া ওয়ারহেডসহ মোট ১,৫০০ কেজি ওজনের হাসুং ফ্যাং-৩ এন্টি শীপ মিসাইল ২২৫ কেজি ওজনের ওয়ারহেড বহন করে বহন করতে পারে। এই এন্টি শীপ মিসাইলের মেইন বুস্টারটি সলিড ফুয়েল চালিত এবং এর একটি র্যামজেট ইঞ্জিন চালনার জন্য পাশের দুটি লিকুইড ফুয়েলের বুস্টার রয়েছে।
গাইডেন্স সিস্টেম হিসেবে এতে রয়েছে এক্টিভ রাডার হোমিং শীকার (এক্স-ব্যাণ্ড)। তাইওয়ান ২০১১ সাল থেকে এ পর্যন্ত আনুমানিক ৩০০টি এ জাতীয় এন্টিশীপ মিসাইল সার্ভিসে এনেছে এবং চীনের এয়ার ক্রাফট ক্যারিয়ার কিংবা হেভী নেভাল ব্যাটল শীপের জন্য এটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।