চীনে করোনার গোষ্ঠী সংক্রমনের আশংকায় আবারও ১.১ কোটি মানুষের টেষ্ট!

পুনরায় করোনা সংক্রমণের আশঙ্কা চীনের ইউহানে। প্রায় ৭৬ দিন পর গত মাসেই করোনার আতুঁরঘর ইউহান থেকে লকডাউন তুলে নেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন চীন প্রশাসন। খুলে গিয়েছিল বাজার, দোকানপাট, স্কুল, কলেজ অফিস। আর তাতেই বিপত্তি। আবারও  বেশ কয়েকটি নতুন ক্লাস্টারে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দিতে শুরু করেছে। রিপোর্ট সামনে আসতেই ইউহানের প্রায় ১.‌১ কোটি মানুষ কোভিড টেস্ট করবে চীন প্রশাসন। কোলকাতার বাংলা দৈনিক আজকালের প্রতিবেদন মতে জানাযায়, ইউহানের একটি রেসিডেনশিয়াল কমপাউন্ডে একসঙ্গে প্রায় ছ’‌জনের শরীরে করোনার হদিশ মিলেছে। আর তাতেই রাতের ঘুম হারাম হয়েছে স্থানীয় প্রশাসনের। গত মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই অঞ্চলের বাসিন্দাদের নিউক্লেইক অ্যাসিড টেস্ট করার পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে কারও শরীরের ডিএনএ বা আরএনএ-তে কোভিড-১৯ ভাইরাস আছে কি না, তা খুঁজে দেখা। ইতিমধ্যে বেইজিং একটি বিজ্ঞপ্তি জারি করে ইউহান প্রশাসনকে এই মর্মে পরিকল্পনা করে রাখতে বলা হয়েছে। এর জন্য ১০ দিন সময় নির্ধারিত করে দেয়া হয়েছে। তবে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা এখনও জানানো হয়নি। সোমবার পর্যন্ত চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮। মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩। চীনে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে আগে থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, আসল তথ্য লুকোচ্ছে চীন।