সাম্প্রতিক শিরোনাম

লাখ ছাড়ালো ভারতে করোনা শনাক্তের সংখ্যা

ভারতে করোনা শনাক্ত সংখ্যা মঙ্গলবার এক লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে একাদশ তম দেশ হিসেবে ভারত করোনা আক্রান্তের সংখ্যায় এক লক্ষ ছুঁয়ে ফেলেছে। কয়েকদিন আগেই পরিসংখ্যানবিদরা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে সাতদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে। তাদের সেই আশঙ্কাই সত্যে পরিণত হয়েছে। সাতদিনের আগেই ভারত পৌঁছে গিযেছে লক্ষাধিক সংক্রমণের তালিকায়।

মঙ্গলবার সকালে প্রকাশিত ভারতের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছে, ভারতে এদিন সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ১ হাজার ১৩৯ । এর মধ্যে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৭৩ জন।

এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১৬৩ জনের।

স্বাস্থ্য মন্ত্রকের দেয়া তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে ভারতে সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। অঙ্কের পরিভাষায় এই বৃদ্ধিকে বলা হয়েছে এক্সপোনেনশিয়াল রাইজ। গত ৩০শে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল কেরলে। চীনের উহান ফেরত কেরলের এক ছাত্রীই ভারতের প্রথম করোনা আক্রান্ত। ভারতে ৪ঠা ফেব্রুয়ারির ভেতর চীন ফেরত আরও দু’জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা তিনে পৌঁছতেই কেরল সরকার কোভিড-১৯ সংক্রমণকে সে রাজ্যে বিপর্যয় বলে ঘোষণা করে।

তথ্য অনুযায়ী, ভারতে প্রথম ২৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ দিনে। ২৫ থেকে ৫০ হাজারে আক্রান্তের সংখ্যা পৌঁছাতে সময় লেগেছে ১১ দিন। তবে পরবর্তী ৭ দিনের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার স্পর্শ করেছে। এরপর আক্রান্তের সংখ্যা এক লক্ষে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৫ দিন।

ভারতে সংক্রমণের নিরিখে সবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ভারতে মোট আক্রান্তের ৩৯ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে। এর অনেক নীচে রয়েছে তামিলনাডু, সেখানে সংক্রমণ হয়েছে ১৩.৭ শতাংশ। গুজরাট ও দিল্লিতে আক্রান্তের হার যথাক্রমে ১১ ও ১০. ৪ শতাংশ।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...