লাদাখে চীনা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। গালভান নদীর তীরে চীন তাঁবু নির্মাণ করছে- এমন খবর জানার পর এই উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি।
সিকিমে চীন ও ভারতীয় সেনাসদস্যদের মধ্যে হাতাহাতির এক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে চীন। গালভান নদীর তীরে একের পর এক তাঁবু স্থাপন করছে চীনা বাহিনী। এলএসি বরাবর নিজেদের শক্তিও বাড়িয়ে চলেছে বেইজিং। এমন পরিস্থিতিতে ওই এলাকার উত্তেজনা বাড়ছে। তাই সীমান্তে পাল্টা শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
শুধু গালভান উপত্যকাই নয়, পূর্ব লাদাখের ডেমচকে ভারত-চীন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। লাদাখের এই পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লী।