মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে কেন্দ্র করে টুইটার কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
আমেরিকার মিনেসোটায় পুলিশের হাতে হাতকড়া পরা এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় ট্রাম্পের করা টুইট যেন আর কেউ দেখতে না পায় সে ব্যবস্থা করলো টুইটার।
জাল নোট সাথে রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর গোটা মিনেসোটায় তুমুল বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। ঘটে অগ্নিসংযোগের ঘটনা।আর এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মিনিয়াপোলিসের রাডিকাল লেফট মেয়র জ্যাকব ফ্রেকে দায়ী করেন। ট্রাম্প বলেন মেয়র জ্যাকব ফ্রে যদি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হন তবে তিনি জাতীয় নিরাপত্তারক্ষী পাঠিয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু টুইটার এ টুইটটি হাইড করে ফেলে।
এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারের এই পদক্ষেপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন। কিন্তু টুইটারের সিইও জ্যাক ডোরসি জানান, তারা তাদের সিদ্ধান্ত হতে বিন্দুমাত্র নড়বেন না।