বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এর সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, ডব্লিউএইচও’র ওপর চীনের পুরো নিয়ন্ত্রণ আছে, সূত্র এনডিটিভি।
গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, করোনা ভাইরাসের প্রাথমিক সংক্রমণের বিরুদ্ধে লড়তে ডব্লিউএইচও ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, তারা আমাদের অনুরোধ রক্ষা করতে এবং প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হয়েছে । আমরা আজকে ডব্লিউএইচও’র সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো।
ট্রাম্প বলেন,” চীনা কর্মকর্তারা করোনা নিয়ে বিভ্রান্ত করার জন্য ডব্লিউএইচও’কে চাপ প্রয়োগ করেছে। করোনা ভাইরাসের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে এবং অর্থনীতির গভীর ক্ষতি হয়েছে।” এর আগে মার্কিন এই প্রেসিডেন্ট ডব্লিউএইচও চীনের হাতের পুতুল বলে উল্লেখ করেছেন।