অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে করোনা যখন পৃথিবীকে দিশেহারা করে তুলেছে তখন ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনামুক্ত হিসেবে ঘোষণা করলো দেশটি।
প্রায় আড়াই মাস আগে প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত রোগী পায় দেশটি। মোট ৩২৪ জনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এদের মাঝে ৩১৫ জনই সুস্থ হয়ে যায় এবং ৯ জন মারা যায়।
এরপরই কঠোর হয় দেশটির প্রশাসন। সেলফ আইসোলেশনের ওপর গুরুত্ব সহ এবং পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা না মানলে মোটা অংকের জরিমানা সহ শাস্তির বিধান করে দেশটি। এরই সুফল পেলো দেশটি। মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মার্কোভিচ এক সংবাদ সম্মেলনে তার দেশ করোনামুক্ত বলে ঘোষণা দেন এবং জনগণের প্রতি নির্দেশনা মেনে চলার জন্য কৃতজ্ঞতাও জানান।