অনলাইন ডেস্ক :
ভয়ংকর মহামারী করোনার আক্রমণে গোটা পৃথিবীই বিপর্যস্ত। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুতে প্রথম অবস্থায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের অবস্থাও ভয়ানক ছিল এখনো পরিস্থিতি স্বাভাবিক হয় নি।
এশিয়ায় চীনের অবস্থাই ছিল সবচেয়ে খারাপ কিন্তু চীন পরিস্থিতি স্বাভাবিক করতে সমর্থ হলেও এশিয়ার অন্যতম জায়ান্ট দেশ ভারতের অবস্থা দিনদিন খারাপ হবারই পথে। করোনা শনাক্তের তালিকায় কিছুদিন আগেই চীনকে ছাড়িয়েছে ভারত। এবার মৃত্যুর সংখ্যায়ও চীনকে পেছনে ফেলল দেশটি। করোনা আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সংখ্যায় ভারতের অবস্থান নবম। দেশটিতে গতকাল ৮ হাজার ৭২ জন সংক্রমিত হয়, যা সেখানে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। গতকাল মৃত্যুও হয়েছে একদিনে সর্বোচ্চ ২৬৯ জন।
শুধু ভারতই নয় দক্ষিণ এশিয়ায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা। করোনা মহামারীর সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এ ওয়েবসাইটের তথ্যমতে বাংলাদেশও খুব একটা ভালো জায়গায় নেই।