আমফানের পরে এবার ধেয়ে আসছে নিসর্গ

অনলাইন ডেস্ক :

করোনা পরিস্থিতিতে আমফানের ক্ষতি কাটাতে না কাটাতে ভারতে আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড আর এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ।

পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তান্ডব চালানোর পরে এবার ভারতের মহারাষ্ট্র ও গুজরাটের দিকে ধেয়ে আসছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিসর্গ। আগামীকাল ৩রা জুন বুধবার দুপুরে গোয়া, কেরলা, মহারাষ্ট্র, গুজরাট এবং লাক্ষা দ্বীপের বিস্তীর্ণ উপকূলে নিসর্গ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারের মতো হবে।

এ অবস্থায় ভারতীয় সরকার ‘জাতীয় বিপর্যয় মোকাবিলা’ বাহিনীকে ৩১ টি দলে ভাগ করে দুই রাজ্যে মোতায়েন করেছে। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল এবং ফুসে উঠেছে। এরই মধ্যে মৎস্যজীবিদের সমুদ্র উপকূলে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সবাইকে সজাগ রাখার সর্বাত্মক চেষ্টা চলছে বলে হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়।