অনলাইন ডেস্ক :
লাদাখে চীনের সাথে চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরে ভারতীয় বাহিনীর দুটি অভিযানে ৮ জঙ্গি নিহত হবার সংবাদ পাওয়া গেছে দেশটির পুলিশ প্রশাসনের তরফ থেকে। বেশ কিছুদিন যাবত ভারতীয় বাহিনীর এমন অভিযান চলমান। বৃহস্পতিবার থেকেই এ অভিযান সমূহ শুরু হয় বলে হিন্দুস্তান টাইমস এর বরাতে জানা যায়।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার পুলওয়ামার একটি এলাকার চারপাশ ঘিরে অভিযান চালনা শুরু হয়। সেই অভিযানে দুপক্ষের মাঝে গোলাগুলি হয়। তখন একজন জঙ্গি নিহত হয়। সেই জঙ্গি গোষ্ঠীর একাধিক ব্যক্তি একটি মসজিদে আশ্রয় নিলে নিরাপত্তা বাহিনী সারা রাত সেই মসজিদ ঘিরে রাখে। মসজিদের পবিত্রতা রক্ষার্থে বোমা বা গুলি করা হয় নি বলে জানান কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার। এরপরে এক সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করলে তাদের নিষ্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার অপর অভিযান পরিচালিত হয় শোপিয়ানে। শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে এখনো পর্যন্ত ৫ জন জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযান এখনো চলমান রয়েছে এবং তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া সম্ভব হয় নি।