করোনা পরিস্থিতির কারণে তিন মাস বন্ধ রাখা হয়েছিল মক্কার সব মসজিদ। কিন্তু রবিবার হতে খুলে যাচ্ছে মক্কার সব মসজিদ। রবিবার থেকে মক্কার সব মসজিদে জামাতে নামাজ আদায় শুরু হবে। কিন্তু এটি হবে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর পাওয়া গেছে।
সৌদি ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা যায়, জামাতে নামাজ আদায় পালনের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগে গত মাসে দুই মাস বন্ধ থাকার পরে খুলে দেওয়া হয়েছিল সৌদি আরবের মক্কা বাদে অন্যান্য শহরের সব মসজিদ। করোনা আক্রান্ত দেশটিতে হুহু করে বেড়ে চললেও মক্কার সব মসজিদ খুলে দেওয়ায় সৌদি জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।