অনলাইন ডেস্ক :
লাদাখে চীন – ভারত সংঘর্ষের পরে দুই দেশের মধ্যে উত্তেজনা যখন তুংগে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে কোনও সুরাহা হয় নি ঠিক এরই মাঝে স্যাটেলাইটে ধরা পড়েছে চীন যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে সীমান্তে শত শত সামরিক যান নিয়ে অবস্থান করছে। গত ৯ ও ১৫ই জুন এ চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে বলে খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম দূরদর্শন নিউজে।
ভারত তার সেনাবাহিনীকে সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনে অস্ত্রধারণের অনুমতি দিয়েছে। এরই প্রেক্ষিতে চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইম একটি বিশেষ প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে ভারত যদি চীনের সাথে যুদ্ধ করতে চায় তবে তারা ৬২ সালের চেয়েও বড় অপমানিত হবে। এ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমও নিজেদের প্রতিবেদন ছাপায়।
উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ভয়ানক সব দৃশ্য। শত শত ভারী অস্ত্রসজ্জিত ট্রাক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পৌঁছেছে চীনের সেনাবাহিনী।
বিশেষজ্ঞরা মনে করছেন, অসংখ্য অস্ত্রসজ্জিত ট্রাক, বুলডোজার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে চীন। অতর্কিত হামলা চালনা হতে পারে যে কোনও সময়!















