আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যা করলেই রাশিয়া তালিবান জংগীদের পুরষ্কার দিতো বলে এমন অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট তাদের রিপোর্টে জানায়, একটি রুশ গোয়েন্দা ইউনিট তালিবানদের পুরষ্কার দেবার তথ্যটি দেয় এবং তারা গত বছর এই প্রস্তাব দিয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটোর সেনা সদস্যদের হত্যা করলেই পুরষ্কার এর প্রস্তাব!















