সাম্প্রতিক শিরোনাম

মাস্ক কেন পরেন না পুতিন

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে মাস্ক ছাড়াই একাধিকবার প্রকাশ্যে দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। গত সপ্তাহে অনুষ্ঠিত এক গণভোটে অংশ নিয়েছেন তিনি মাস্ক ছাড়াই।

সাংবিধানিক পরিবর্তন নিয়ে ওই গণভোটে ভোট দেন পুতিন।

সংবিধান পরিবর্তনের জন্য এই গণভোট আয়োজন করা হয়। এর পক্ষে ভোট পড়লে প্রেসিডেন্ট পুতিন আরও ১৬ বছর ক্ষমতায় থাকতে পারবেন।

এসময় অন্যান্যদের মুখে মাস্ক থাকলেও পুতিনের মুখে মাস্ক ছিল না। এমনকি গ্লাভসও ছিল না তার হাতে।

করোনা মহামারী শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পুতিনকে কখনো মাস্ক পরতে দেখা যায়নি। তবে মার্চ মাসে মস্কোতে একটি করোনা হাসপাতাল পরিদর্শনের সময় তিনি সুরক্ষা স্যুটে নিজেকে পুরোপুরি আবৃত করে রেখেছিলেন।

মস্কোতে ভোটকেন্দ্রের মতো জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। ফলে মাস্ক না পরে রুশ প্রেসিডেন্ট স্পষ্টতই করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করেছেন।

এক সপ্তাহ পরে হাসপাতাল প্রধান করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন এবং প্রেসিডেন্ট পুতিন আইসোলেশনে চলে যান।

তবে পুতিন যখন ওই হাসপাতালের প্রধানের সঙ্গে বৈঠক করেন তখন তাদের কারোর মুখেই মাস্ক ছিল না।

জনসম্মুখে পুতিনের ব্যক্তিত্বকে সাহসিকতাপূর্ণ হিসেবে তৈরি করা হয়েছে। যেমন খালি গায়ে তার ঘোড়ায় চড়ার ছবি থেকে মানুষের ধারণা, তিনি তার পৌরুষ প্রকাশ করতে চান। এতে মুখে মাস্ক পরাকে তার দুর্বলতা হিসেবে দেখা হতে পারে।

আইসোলেশন থেকে ফিরেও মাস্ক ছাড়া দেখা গেছে রুশ প্রেসিডেন্টকে। অনেকের প্রশ্ন, মাস্ক পরতে পুতিনের এতো অনীহা কেন?

এদিকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাশিয়া। আক্রান্তের তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। এখন পর্যন্ত ৬ লাখ ৫৪ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে সাড়ে নয় হাজারের বেশি লোক।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...