মোঃ ওমর ফারুক, রিয়াদঃ সৌদি আরবের রিয়াদ হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মেগাসিটি অর্থাৎ রিয়াদের আকার হবে দ্বিগুন।
সৌদি আরবের রিয়াদ শহর কতৃপক্ষের, “রায়াল কমিশন ফর দা সিটি অব রিয়াদ ” এ-র প্রেসিডেন্ট আরব নিউজকে দেয়া এক স্বাক্ষাৎকারে বলেছেন রিয়াদকে সবচেয়ে বড় সিটি হিসাবে তৈরি করা হবে এবং এ-র ৮০০ বিলিয়ন ডলার বাজেট ধরা হয়েছে।
মূলত সৌদি আরবের রাজধানী রিয়াদকে কেন্দ্র করেই সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো গড়ে উঠেছে । এ জন্য সৌদি সরকার ১৮ টি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে ভিশন ২০৩০ ব্যাস্তবায়নের মধ্য দিয়েই সৌদি আরব হবে মধ্যেপ্রাচ্যের সবচেয়ে বড় সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে প্রসিদ্ধ দেশ। রিয়াদে সামাজিক বনায়নের জন্য ব্যায় করা হবে ২৩ বিলিয়ন ডলার এবং ৫ বছরের মধ্যে রিয়াদ সিটিতে ৭০ হাজার বৃক্ষ রোপন করা হবে। থাকবে ডিজিটাল পার্ক , ইকো পার্ক।
রিয়াদ মোট্রো লাইনের প্রথম ধাপের কাজ ইতিমধ্যের প্রায় শেষ হতে চলছ। এসব প্রকল্প বাস্তবায়নে বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিকের কর্মসংস্থান হবে দেশটিতে এমন আশা করছেন সংশ্লিষ্টরা।