এ বছর হজ পালনের আরো অন্তত ২০ দিন বাকি আছে। এরই মধ্যে হজ যাত্রীদের স্বাগত জানানোর জন্য সৌদি আরবের পবিত্র স্থানগুলো প্রস্তুত হচ্ছে।
করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে সৌদি আরবের বাদশাহ সিদ্ধান্ত নিয়েছেন, এ বছর দেশের মাত্র ১০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। করোনা সংক্রমণের ভয়ে সীমিত পরিসরে মানুষজন নিয়ে ধর্মীয় এ রীতি পালন করা হবে
মিনা, আরাফাত ও মুজদালিফায় হজযাত্রীদের গ্রহণের জন্য প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে সে তথ্য জানানো হয়েছে।
এর আগের বছর ২০১৯ সালে প্রায় ২৫ লাখ হজযাত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছিল।
কিন্তু এ বছর যে ১০ হাজার মানুষ হজ করতে পারবে, তার মধ্যে ৭০ শতাংশ হলো বিদেশি, যারা সৌদিতে বাস করছেন। আর ৩০ শতাংশ হলো সৌদি নাগরিক।