পাকিস্তানে আরও ১৫ জন পাইলটের লাইসেন্স শুক্রবার বাতিল করা হয়েছে। পাকিস্তানে মোট পাইলটের সংখ্যা ৮৬০ জন। এর মধ্যে ২৬২ জন পাইলটের লাইসেন্স ভুয়া বলে অভিযোগ ওঠে। এসব পাইলটদের লাইসেন্স পরীক্ষা নিরীক্ষা চলছে জানিয়েছে। শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।
গত ২২ মে পাকিস্তানের করাচিতে এক বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহে সংসদ অধিবেশনে সেই ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট তুলে ধরার সময় দেশটির বেসামরিক বিমানমন্ত্রী গোলাম সারওয়ার খান জানান, পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি হয়েছিল। দেশের ৪০ শতাংশ পাইলটের লাইসেন্সই ‘ভুয়া’।
পাকিস্তানের অ্যাভিয়েশন বিভাগের সিনিয়র যুগ্ম সচিব আব্দুল সাত্তার খোকর জানিয়েছেন, তদন্ত বোর্ড মোট ২৬২ জন পাইলটের ভুয়া লাইসেন্স শনাক্ত করেছে। সবার লাইসেন্স যাচাই-বাছাইয়ে আরও এক সপ্তাহ লাগতে পারে।
এর আগে আরও ২৮ জনের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত বহিষ্কৃত পাইলটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।