উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তারই জের ধরে এবার সীমান্তে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এছাড়াও প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শিগিগরই বৈঠকে বসছেন ভারতীয় বিমানবাহিনীর শীর্ষ কমান্ডাররা।
মাসের শেষের দিকে ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল যুদ্ধবিমান হাতে পাবে ভারত। সেগুলো দ্রুত চীন সীমান্তে মোতায়েন করা নিয়ে আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা।
সেখানে সীমান্তে রাফাল যুদ্ধবিমান পরিচালনার জন্য স্টেশন স্থাপন নিয়েও আলোচনা করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা।