সাম্প্রতিক শিরোনাম

বিক্রি হতে চলেছে ভারতের ৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক

করোনাভাইরাসের কারণে ঝিমিয়ে পড়া ব্যাংক শিল্পকে আবারো সচল করে তুলতে অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ করার পরিকল্পনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে পাঁচে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনায় অধিকাংশ শেয়ার বিক্রি করা হবে ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক,ব্যাংক অফ মহারাষ্ট্র ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। বর্তমানে ভারতে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে।

২০১৯ সালে ১০টি রাষ্ট্রায়াত্ত ব্যাংক সংযুক্ত করে চারটি ব্যাংকে রূপান্তর করে কেন্দ্রীয় প্রশাসন। কিন্তু এর পরে আর কোনও ব্যাংক সংযুক্তিকরণ হবে না বলে সরকারের তরফে ঘোষণা করা হয়। সংযুক্তিকরণ বন্ধ করার জেরে এবার বাকি থাকা কয়েকটি ব্যাংকের শেয়ার বিক্রি করা ছাড়া সরকারের কোনও উপায় নেই। এই কারণে সংযুক্ত না হওয়া ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে ঝিমিয়ে থাকা বাজারে ক্রেতার অভাব থাকার সম্ভাবনায় এই প্রক্রিয়া এখনই বাস্তবায়িত করা সম্ভব নয় বলে জানিয়েছে সূত্র।

খুব তাড়াতাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ করার প্রস্তাব ঘোষণা করা হবে। বর্তমানে তারই খসড়া তৈরিতে ব্যস্ত রয়েছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবটি প্রস্তুত হলে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। তবে রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, ভারতে পাঁচটির বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকার প্রয়োজন নেই।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...