আফ্রিকার দেশ তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিন এমকাপা স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে মারা গেছেন। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটিরে প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন তিনি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জন মাঙ্গুফুলি বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
দেশটির তৃতীয় প্রেসিডেন্ট বেঞ্জামিন ক্ষমতায় থাকাকালীন এবং তারও পরে বেশ কিছু আঞ্চলিক শান্তি আলোচনা প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন। বিস্তারিত তথ্য না জানিয়ে প্রেসিডেন্ট মাঙ্গুফুলি জানিয়েছেন, উপকূলীয় শহর দার উস সালামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
বর্তমান প্রেসিডেন্ট জন মাঙ্গুফুলি বিবৃতিতে বলছেন, ‘দেশের মানুষের জন্য তার ভালোবাসা, কর্তব্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং দেশের অর্থনীতির বিনির্মাণে তার অবদানের কথা আমি আজীবন স্মরণ করবো।
মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে, এ সময় তার সম্মানে দেশটির পতাকা অর্ধনমিত থাকবে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, ‘দেশের সকল মানুষকে এই কঠিন পরিস্থিতিতে শান্ত, ধৈর্য্যশীল ও সংঘবদ্ধ থাকার আহ্বান জানিয়ছেন প্রেসিডেন্ট মাঙ্গুফুলি।’
দেশটির প্রয়াত রাষ্ট্রনেতা ৮১ বছর বয়সী বেঞ্জামিন ক্ষমতাসীন সিসিএম পার্টির শাসনামলে রাষ্ট্রদূত, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।