স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির এক ভিজিটিং রিসার্চারের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। ওই গবেষক চীনা সেনাবাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও, সেটি গোপন করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) স্পেশাল এজেন্ট জন বেনেট জানান, সং চেন নামে ওই গবেষক চীনের সেনাবাহিনীর সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে মিথ্যে বলেছেন।
২০১৮ সালে মার্কিন ভিসার জন্য করা আবেদনে বলেন সেনাবাহিনীতে তার কাজ শেষ হয়েছে ২০১১ সালে।
তিনি চীনা সেনাবাহিনীতে বেসামরিক ক্যাডার হিসেবে সক্রিয় সদস্য ছিলেন।
তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট প্রমাণের মধ্যে নিউইয়র্কের চীনা কনস্যুলেটের উদ্দেশে লেখা সংয়ের একটি চিঠি রয়েছে। এতে সং উল্লেখ করেন তার নাম, জন্ম তারিখ এবং পেশা নিউরোলজিস্ট।
তিনি বেইজিং শি দিয়াওউতাই হাসপাতালে কাজ করার কথা উল্লেখ করেন, যা সত্যি নয়।