ফ্রান্স থেকে মোঃ শামসুল আরিফঃ সারাবিশ্বে কোভিড-১৯ মহামারীতে যখন অতিষ্ঠ, রাষ্ট্র গুলো মজা। যখন মানুষ জীবন বাঁচানোর জন্য নিজেদের ঘরবন্দী করে রেখেছে। যেখানে হজ্জের কার্যক্রম সীমিত করেছে সৌদি সরকার। মধ্য প্রাচ্য সহ অনেক বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইদের আগে থেকে লগডাউন দিয়েছে সেখানে ইউরোপের দেশ ফ্রান্সে ব্যাপক আকারে ইদ উল আযহা পালিত হয়েছে।
ঈদুল ফিতরের সময় ফ্রান্সে লকডাউন থাকার কারনে ছিল না মসজিদের নামাজ পড়ার অনুমতি সরকারের পক্ষ থেকে। এবার তার ব্যতিক্রম ফ্রান্সে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কারনে মিলেছে মসজিদে নামাজের অনুমতি। পুলিশের অবস্থান ছিল অনেক প্রতিটি মসজিদের আঙিনায় । এছাড়া মসজিদের সেচ্ছাসেবীরা জীবাণুমুক্ত করনের জন্য স্যানিটাইজার দিচ্ছে ঈদের নামাজ পড়তে আসা মানুষদের। ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা যেন সবাই মাস্ক পড়ে মসজিদে ডুকে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে পুলিশের সজাগ দৃষ্টি ছিল। ফ্রান্সের প্যারিসে সরকারি নিয়ম কানুনের মধ্যে ঈদের সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়।