লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর এবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে বলে জানিয়েছে গালফ নিউজ। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশঙ্কায় রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
নেভাতে কাজ করছে বেসামরিক নিরাপত্তা বাহিনী। সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে ওই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে। বিশাল আগুনের কুণ্ডলী ও ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।
তবে ধারণা করা হচ্ছে একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল দোকানটি।
মঙ্গলবার রাতে বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি।