কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে আজ বুধবার সকালে লেবাননে উদ্দেশে জরুরি চিকিৎসা সহায়তা প্রেরণ করা হয়েছে। কাতার থেকে সাহায্য বহনকারী আমিরি বিমানবাহিনীর প্রথম বিমানটি রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সরবরাহ করে বিমানটি। তাছাড়া আরও তিনটি বিমান আজ পরিবহন সহায়তা করবে, যার মধ্যে প্রয়োজনীয় চিকিৎসার নানা সরঞ্জাম রয়েছে।