করোনাভাইরাসকে নির্মূল করতে পারবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি। তবে জনস্বাস্থ্য বিধি ও কার্যকর টিকা হয়তো সংক্রমণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে বলে মনে করেন তিনি। বুধবার তিনি এসব কথা বলেছেন।
আমি মনে করি না বিশ্ব থেকে একে (করোনাভাইরাস) নির্মূল করতে পারব।
ভালো টিকা ও মাস্ক, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শীর্ষে থাকতে পারবে।
আমাদের হয়তো আরও একটি মৌসুম একে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আগামী মৌসুমের মধ্যে আমরা টিকা পেলে মহামারি হয়তো থাকবে না। এটি বিশ্বকে নিশ্চল করবে না, এটি অর্থনীতিকে ধ্বংস করবে না।