ট্রাম্প আবার নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে: হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আরও চার বছরের জন্য নির্বাচিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন দিতে ভোটারদের আহ্বান জানান তিনি।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন ক্লিনটন। জনপ্রিয়তা ভোট জিতলেও ইলেক্টোরাল কলেজে হেরে যান সাবেক ফার্স্ট লেডি।

চার বছর ধরে লোকেরা আমাকে বলছে আমি বুঝতেই পারিনি সে (ট্রাম্প) কতটা বিপজ্জনক।

আমি যদি আবার ফিরে যেতে পারতাম, আবারও যদি ভোট চাইতে পারতাম।

গত নির্বাচনে রাশিয়ানদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে ক্লিনটন বলেছেন, ডেমোক্রেটদের অসংখ্য ভোট দরকার, যেন ট্রাম্প জয় ছিনিয়ে নিতে না পারে। এবার আরেকটি যেমন তেমন নির্বাচন হওয়া চলবে না।

সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। যদি মেইল ভোট দিতে চান, তাহলেই এখনই ব্যালট চেয়ে রাখুন এবং যত দ্রুত পারা যায় কেন্দ্রে পাঠান।