সাম্প্রতিক শিরোনাম

কংগ্রেসের নেতৃত্ব গান্ধী পরিবারের বাইরে থেকে বেছে নেওয়া হবে

কংগ্রেসের নেতৃত্ব গান্ধী পরিবারের বাইরে থেকে বেছে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

ইন্ডিয়া টুমরো গ্রন্থে এ কথা জানিয়েছেন তিনি। এর আগে তার ভাই রাহুল গান্ধীও একই মত দিয়েছিলেন।

সময় এসেছে পরিবারের বাইরে থেকে যোগ্য নেতা খোঁজার। এ বিষয়ে দলেরও সম্মতি জানানো উচিত বলে মনে করেন তিনি।

আগামী প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের মতামত, দৃষ্টিভঙ্গি নিয়ে ইন্ডিয়া টুমরো লিখেছেন প্রদীপ ছিব্বার এবং হর্ষ শাহ।

আমাদের পরিবারের কারোরই কংগ্রেসের সভাপতি হওয়া উচিত নয়।

প্রিয়াঙ্কা গান্ধীকে সভাপতি পদে বসানো নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে রাহুল গান্ধীই উচিত নয় বলে মন্তব্য করেছিলেন।

২০১৯ লোকসভায় দলের পরাজয়ের জন্য নিজেকেই দায়ী করেন সাবেক কংগ্রেস সভাপতি। আর এ কারণেই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল। পরবর্তী সভাপতি নিয়ে ওয়ার্কিং কমিটিতে আলোচনা হলেও কাউকেই নির্বাচিত করা যায়নি। অন্তবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হন সোনিয়া গান্ধী।

দলের অগ্রগতিতে পরিবারের ভূমিকাকে কীভাবে দেখেন প্রিয়াঙ্কা গান্ধী-এমন প্রশ্নের জবাবে কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, যদি আমরা নতুন নেতৃত্বকে উদ্বুদ্ধ করতে পারি, তবেই আমরা সফল বলে মনে করব।

বাইরে কেউ সভাপতি হলে তিনি কি কাজ করার সুযোগ পাবেন? এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের মতো করে দল চালাতে গেলে তুলনা আসবে।

নিজের মতো করে তাকে দল পরিচালনা করতে হবে। গণতন্ত্র মেনে দল চালাতে হবে। এতে সমস্যা হওয়ার কথা নয়। আমাদের পরিবার দলীয় স্বাধীনতায় বিশ্বাসী।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...