ফিলিস্তিনের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি ব্যতিত ও বাদশাহ আব্দুল্লাহ প্রনিত Peach initiative 2010 এর পরিপূর্ণ প্রতিষ্ঠা ব্যতিত ইসরায়েলের সাথে কোনো চুক্তি বা সম্পর্কে যাচ্ছে না সৌদি আরব।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফিলিস্তিন বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করলো সৌদি আরব। সৌদির Peace initiative 2010 এর মূল প্রতিপাদ্য হলোঃ
১) সম্পুর্ন জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষনা করতঃ ইসরায়েলকে জেরুজালেম ত্যাগ করতে হবে!
২)ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে মুসলমানদের বীরুদ্ধে চলমান সব আগ্রাসন বন্ধ করতে হবে!
৩) সকল বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করতে হবে!
৪) মুসলিম গনহত্যার জন্য ক্ষমা চাইতে হবে!
আরও পড়ুন…. নদীর তীরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা না স্থাপন করতে বললেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য যে UAE ও ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তিতে শুধুমাত্র ২ নং দাবির একাংশ পুরন হয়েছে!
তবে সৌদি আরব পরিপূর্ণ দাবি পুরন না হলে ইসরায়েলকে কখনও সমর্থন দিবে না!