আমিরাতি কোস্টগার্ড ইরানের দুই জেলেকে গুলি করে হত্যা করেছে। তারপর থেকে দুই দেশের উত্তেজনা বাড়তে থাকে। আমিরাত-ইসরাইল শান্তি চুক্তির পরই তেল সমৃদ্ধ দেশ দু’টির মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই আমিরাতের জাহাজ আটকের খবর জানালো তেহরান।
জলসীমা লঙ্ঘন করায় আমিরাতের জাহাজ জব্দ করেছে ইরান। চলতি সপ্তাহের মাঝামাঝিতে জাহাজ এবং এতে থাকা ক্রুদেরও আটক করা হয়।
সোমবার ইরানের জলসীমায় ঢুকে পড়ার কারণে আমিরাতের জাহাজ এবং এতে থাকা ক্রুদের আটক করে দেশটির কোস্টগার্ড।
একইদিন, আমিরাতের কোস্টগার্ড ইরানের দুই জেলেকে গুলি করে হত্যা করে। জব্দ করে তাদের মাছ ধরার একটি নৌকা। জেলে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তেহরানকে চিঠি দিয়েছে আবুধাবি।
বুধবার জানানো হয়, চিঠিতে হত্যাকাণ্ডের জন্য ক্ষতিপূরণ দিতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত।