ইরানের মাছ ধরার ট্রলারে আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই জেলে নিহত

ইরানের মাছ ধরার ট্রলারে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই জেলের প্রাণহানির কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান।

আরব আমিরাতের কোস্ট গার্ড বেআইনি কাজ করেছে। দুই দেশের কোস্ট গার্ড দীর্ঘ দিন ধরে যে রীতি ও নিয়ম অনুসরণ করে আসছিল এ ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে।

বৃহস্পতিবার ইরানে নিযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আটক মাছ ধরার ট্রলার ও জেলেদের মুক্তি এবং জেলেদের মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে।

এ ঘটনার দায় আরব আমিরাত সরকারের বলে তেহরান উল্লেখ করেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ইরানের প্রতিবাদ ও বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানও অবৈধ ভাবে পানিসীমায় প্রবেশ করায় আমিরাতের একটি জাহাজ ও এর নাবিকদের আটক করেছে।

আরব আমিরাত সরকার এক শোকবার্তায় ইরানি ট্রলারে গুলি ও নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সব ধরণের ক্ষতিপূরণ দিতে প্রস্তুতি ঘোষণা করেছে বলে খবর পাওয়া গেছে।