মহামারী কারণে এখন বিশ্ব অর্থনৈতিক অবস্থার বেহাল দশা। অনেক নামীদামী কোম্পানি তাদের কর্মীদের ছাঁটায় করতে বাধ্য হচ্ছেন। তবে ছাঁটায়ের পথে না গিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন আরও ৩ হাজার ৫০০ কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন।
করোনার মধ্যেও আমেরিকার ৬টি শহরে মোট ৩ হাজার ৫০০ কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রযুক্তি হাব ও করপোরেট অফিস আরও বিস্তৃত করবেন। সেই লক্ষ্যে নতুন করে তিন হাজার ৫০০ কর্মী নেওয়া হবে।
এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।
করোনা শুরু হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। নতুন করে আমাজন ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে।