ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, কোনো দেশকে হামলা বা দখল করার ইচ্ছা ইরানের নেই। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে এ কথা বলেন তিনি।
ভার্চুয়াল ভাষণে তিনি জানান, বিশ্বে সামরিক শক্তিতে ইরান ১৪তম। ইরান সম্প্রতি প্রতিরক্ষায় বেশ সাফল্য অর্জন করেছে।
রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র দুই বছরে ৩০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারে পৌঁছেছে, ইরান এই ইস্যুতে স্বাবলম্বী।
কোনো দেশকে হামলা বা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেওয়া ইরানের কোনো ইচ্ছা নেই। ইরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে।