জঙ্গিগোষ্ঠী তালেবান, আল কায়দা,হাফিজ সাদ, মাসউদ আজহার, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহ ৮৮ টিকে আর্থিক নিষেধাজ্ঞা দিলো পাকিস্তান। তাদের নেতাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় পাক সরকার। দেশটির একটি সংবাদমাধ্যমমে এমনটি দাবি করা হয়েছে।
প্যারিসভিত্তিক আর্থিক সংস্থা এফএটিএফের কালো তালিকা ভুক্ত এড়াতে ৮৮টি জঙ্গিগোষ্ঠীর উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে পাকিস্তান সরকার। ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে এফএটিএফ। এ সময় তারা সন্ত্রাসবাদে সহায়তাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে সময় বেঁধে দেয়।
গত ১৮ আগস্ট পাকিস্তান সরকার দুটি নোটিশের মাধ্যমে জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাইদ, জইশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমসহ কয়েকজনের নামে এই নিষেধাজ্ঞা দেয়।