ইরাকি সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খফাজি বলেছেন, সেনা প্রত্যাহারটি ইরাকজুড়ে অন্যান্য সামরিক ঘাঁটি হস্তান্তর করার জন্য একটি সম্মত সময়সূচীর আওতায় আসে। রবিবার মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকের তাজি সামরিক ঘাঁটি থেকে সরে এসে ইরাকি সেনাবাহিনীর হাতে সোপর্দ করে বলে জোটটি জানিয়েছে।
বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার উত্তরে তাজি ঘাঁটিটি ইরাকি বাহিনীর প্রশিক্ষণের জন্য একটি প্রধান অবস্থান ছিল। এ বছর ইরাকি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা এটি সপ্তম সামরিক ঘাঁটি। ইরাক সমর্থিত মিলিশিয়াদের ইরাকের মার্কিন সেনা এবং কূটনীতিকদের ঘাঁটিতে আক্রমণের ক্রমবর্ধমান এই পরিস্থিতি থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বারবার ইরাকি হিজবুল্লাহ ব্রিগেডকে পপুলার মবিলাইজেশন ফোর্সের (হাশাদ আল-শাবী) ছত্রছায়ায় পরিচালিত, মার্কিন সেনা এবং ইরাকের অন্যান্য সুযোগ-সুবিধাগুলি রক্ষিত সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানোর অভিযোগ করেছে।
জানুয়ারীর শুরুতে বাগদাদে ড্রোন হামলায় মার্কিন ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর থেকে এ ধরনের হামলা বেড়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের অধীনে ইরাকে বর্তমানে আরও ২ হাজার ৫০০ সেনা সহ প্রায় ৫০ হাজার মার্কিন সেনা রয়েছে। এই সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার আলোচনার পরে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি বলেছেন, আমেরিকান রাষ্ট্রপতি তিন বছরের মধ্যে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন।