গত বুধবার পাকিস্তানের জাতীয় জবাবদিহিমূলক ব্যুরো (এনএবি) সৈয়দ মোস্তফার বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করেছে। ক্ষমতার অপব্যবহারের জন্য পাকিস্তানের জাতীয় জবাবদিহি অধ্যাদেশের ৯ (এ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনএবি। সাবেক ওই রাষ্ট্রদূত অবৈধভাবে যে ভবনটি বিক্রি করেছে তাতে পাক সরকারের ১.৩২ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব ক্ষতি হয়েছে।
ইন্দোনেশিয়ায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সৈয়দ মোস্তফা আনোয়ার। ইন্দোনেশিয়ায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সৈয়দ মোস্তফা আনোয়ারের বিরুদ্ধে দেশটির পাক দূতাবাস ভবন অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। জাকার্তায় অবস্থিত ওই ভবনটি নাম মাত্র মূল্যে বিক্রি করেছিলেন তিনি।
এর আগে তিনি এ বিষয়ে অনুমতি চেয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেশ কয়েকটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভবনটি বিক্রি না করার নির্দেশ দিলে তিনি তা অমান্য করেন। ওই মামলাটি দায়ের করতে দেরি করায় এনএবি কে তিরস্কার করেছিল পাক সুপ্রিম কোর্ট।