নাইজেরিয়ায় জঙ্গিদের হামলায় ৯ সেনা সদস্য নিহত

মঙ্গলবার দিনের শেষদিকে মাগুমেরি শহরের একটি সেনা অবস্থানে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) হিসাবে পরিচিত জঙ্গি সংগঠনের যোদ্ধারা মেশিনগান সজ্জিত ১০ টি ট্রাকে করে এসে এই হামলা চালায় এবং ৯ জনকে হত্যা করে। সন্ত্রাসীরা স্থানীয় সময় বিকাল ৪ টার দিকে একটি সামরিক চৌকিতে হামলা চালায়, এতে ৯ জনের মৃত্যু হয়।


নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। দুইটি নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হামলাকারীরা একটি সাঁজোয়া ট্যাঙ্ক ও পরিখা খননকারী একটি যানসহ তিনটি যানবাহন পুড়িয়ে দিয়েছে।

পরে সেনারা সামর্থ্য বৃদ্ধি করে পাল্টা হামলা চালালে ২০ জঙ্গি নিহত হয়।