মহামারীর তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।
এদিকে, প্রাণঘাতী করোনার প্রকোপ না কমলেও প্রায় সাত মাস পর ইরানে স্কুল খুলে দেওয়া হয়েছে।
শনিবার থেকে দেশটির সকল স্কুলের কার্যক্রম শুরু হয়েছে।
স্কুল খুলে দেওয়ার বিষয়ে একটি ভিডিও কনফারেন্সে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেড় কোটি শিক্ষার্থীর শিক্ষাও স্বাস্থ্য ব্যবস্থার মতোই গুরুত্বপূর্ণ।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলেও শিক্ষা কার্যক্রম আমাদের দেশে বন্ধ হবে না।
এদিকে করোনা প্রকোপ মাঝে কমলেও সাম্প্রতিক সময় ইরানে ভাইরাসটির সংক্রমণ আবারও বেড়েছে।
পরিস্থিতিতে স্কুল খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা।